মালদা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজোল গ্রামীণ হাসপাতালে একটি ঝর্ণা সহ তিনটি প্রকল্পের উদ্বোধন

গাজোল গ্রামীণ হাসপাতালে একটি ঝর্ণা সহ তিনটি প্রকল্পের উদ্বোধন হয়ে গেল বুধবার। এদিন সন্ধ্যায় হাসপাতাল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পলেটি অ্যাসোসিয়েশনের বিভিন্ন আধিকারিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের প্রথমে বরণ করা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে একটি ঝর্ণা, বিশুদ্ধ পানীয় জলাধার ও একটি উদ্যানের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাঃ শ্যাম সুন্দর হালদার ফিতে কেটে একটি উদ্যানের উদ্বোধন করেন ও সেই উদ্যানে বৃক্ষরোপণ করেন, পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলাধার ও একটি ঝর্ণার উদ্বোধন করেন তিনি। 

এবিষয়ে মালদা জেলার পলেটি অ্যাসোসিয়েশনের আধিকারিক ডঃ ভাস্কর ঘোষাল জানান, পরিবেশ দিবসকে সামনে রেখে হাসপাতালের সুশ্রী বাড়ানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এবিষয়ে গাজোল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডঃ শ্যাম সুন্দর হালদার জানান, পরিবেশ দিবস উপলক্ষে তারা এদিন এই তিনটি প্রকল্পের উদ্বোধন করেন।